রাজনীতি ৭ ডিসেম্বর, ২০২০ ০৫:০৩

চট্টগ্রামের যে কারনে বিপাকে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দুটি পৌরসভায় কাউন্সিলর প্রার্থী নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ ইতিমধ্যে সীতাকুন্ড পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপি দলীয়ভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে সক্ষম হয়েছে তবে কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক দলীয় প্রার্থী রয়েছেন তবে বিএনপিতে প্রতি ওয়ার্ডে একজন করে প্রার্থী রয়েছেন বলে জানানো হয়েছে সীতাকুন্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, আওয়ামী লীগ-বিএনপির দুজন মেয়র প্রার্থী রয়েছেন

আর কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৮৬ জন এর মধ্যে সংরক্ষিত আসনে ১৩ জন কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী এদিকে সন্দ্বীপ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর দৌড়ে রয়েছেন বর্তমান মেয়র জাফর উল্যাহ টিটু, পৌর আওয়ামী লীগ সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহানের ছেলে নাদিম শাহ আলমগীর প্রমুখ পক্ষান্তরে, মেয়র পদে সন্দ্বীপ পৌর বিএনপির নেতা নাছিরুল কবির মনির, আবুল বশর ভূইয়া এবং আলমগীর হোসাইন ঠাকুরসহ বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন আজ-কালের মধ্যেই প্রার্থী চূড়ান্ত হতে পারে

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম সালাম বলেন, সীতাকুন্ডে মেয়র পদে বদিউল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে সন্দ্বীপের প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হবে কেন্দ্র যাকেই মনোনয়ন দেবে তিনিই নির্বাচন করবেন তিনি বলেন, কাউন্সিলর পদে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে না চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহ-সভাপতি এম হালিম বলেন, সীতাকুন্ডে মেয়র কাউন্সিলর পদে একজন করে প্রার্থী নির্বাচন করছেন সন্দ্বীপের বিষয়ে আলোচনা চলছে যে কোনো সময় মেয়র প্রার্থী ঘোষণা হতে পারে তবে কাউন্সিলর পদেও একক প্রার্থীর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা দলীয় স্থানীয় তৃণমূল সূত্রে জানা গেছে, সীতাকুন্ড পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন

একক প্রার্থী ঠিক করতে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা একক প্রার্থী ঘোষণা করতে পারেন অপরদিকে বিএনপির আবুল মনছুর মেয়র প্রার্থী দলীয় কাউন্সিলর প্রার্থীও প্রতি ওয়ার্ডে একজন করে রয়েছেন

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে এপ্রিল ২৮ বর্গমাইল আয়তনের নয়টি ওয়ার্ড নিয়ে সীতাকুুন্ড পৌরসভা গঠিত হয় হালনাগাদ ভোটার তালিকায় পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৪ হাজার ৮১৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৮২৭ জন নির্বাচন হবে ১৭টি কেন্দ্রে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় অন্যদিকে সন্দ্বীপ পৌরসভা ভোট গ্রহণ ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর বাছাইয়ের শেষ সময় ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৯ ডিসেম্বর এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর সন্দ্বীপ পৌরসভায় নির্বাচন হয়