শিক্ষা ২৯ আগস্ট, ২০১৯ ০৮:১৯

ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট ।। 

তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি একজন প্রকৃতি প্রেমী হিসাবে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে বৃক্ষ রোপণ কার্যক্রম চালাচ্ছেন। এই বৃক্ষরোপন অভিযানের সকল প্রচারণা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার দিয়েছেন। তার স্ট্যাটাসগুলো হুবহু তুলে ধরা হল-

"সারাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের ভালোবাসার একাধিপত্য রয়েছে। সে ভালোবাসায় একটা নতুন মাত্রা যোগ হয়ে যাক, হোক ছাত্রলীগের আরেকটু পজেটিভ ব্রান্ডিং।

ছাত্রলীগের উদ্যোগে প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানের আয়াতন অনুপাতে ফুল-ফল-ঔষধি গাছের বাগান হোক। ভাবুন, নতুন বর্ষের শিক্ষার্থীরা অভিভাবকসহ ক্যাম্পাসে ঢুকেই দেখলো একটি চমৎকার দৃষ্টিনন্দন বাগান, সাইনবোর্ডে জ্বলজ্বল করছে সৌজন্যে, বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থী-অভিভাবক প্রথমদিনেই ছাত্রলীগ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পেলো।

পরীক্ষামূলকভাবে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগকে বলেছিলাম, এমন একটা বাগান করতে। ওরা চেষ্টা করেছে, শুরুটা হলো, সময়ের পরিক্রমায় আরো সমৃদ্ধ ও সম্প্রসারিত হবে ছাত্রলীগের এই ইতিবাচক উদ্যোগ।

সকল ইউনিটের প্রতি উদাত্ত আহবান থাকবে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নেয়ার জন্য। ছাত্রলীগের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা মিডিয়াও শিরোনাম করতে বাধ্য হবে, 'ফুলে-ফলে ক্যাম্পাস সাজিয়েছে ছাত্রলীগ!' সকল সত্য ও সুন্দরের সাথে থাকুক ছাত্রলীগের সম্পৃক্ততা।"

তিনি আরো একটি স্ট্যাটাসে আরো লিখেন- 

"বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হলে বৃক্ষ রোপণ কার্যক্রম চলছে...

ইনশাআল্লাহ, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন ১০ হাজার ফুল, ফল ও ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ ছাত্রলীগ।

এরপর অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং পর্যায়ক্রমে সারাদেশে ছাত্রলীগের এই বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত থাকবে।

গাছ লাগান, পরিবেশ বাঁচান। প্রতিটি ছাত্রলীগ কর্মী মাসে অন্তত দুটি নতুন গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করুন।"