খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২০ ০৪:১২

চলে গেলেন পাওলো রসি

স্পোর্টস ডেস্ক

চলে গেলেন ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল বৃহস্পতিবার সকালে জুভেন্টাস ও এসি মিলানের সাবেক এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৫৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রাতো শহরে জন্ম হয় রসির। ১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। ১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন মোট ৪৮ ম্যাচ। গোল তুলেছেন ২০টি।

১৯৮২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালির জার্সি গায়ে গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটোই অর্জন করেছিলেন রসি। একই বছর জিতে নেন ব্যালন ডি’র শিরোপা। ক্যারিয়ারে ‍দুটি সিরি আ’ এবং একটি করে ইউরোপিয়ান কাপ ও কোপা ইতালিয়া জিতেছিলেন তিনি। ইউরোপিয়ান উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ ও ইউরোপিয়ান কাপের শিরোপাও রয়েছে তার নামের পাশে।

ক্লাব ফুটবলে ১৯৭৩ সালে শুরুটা জু্ভেন্টাস দিয়েই। কোমো, ভিসেঞ্জা, পেরুগিয়া হয়ে আবারও ১৯৮১ সালে জুভিদের হয়ে খেলেন। ১৯৮৫ সালে এসি মিলানের যোগ দেন তিনি। এক মৌসুম কাটিয়ে ১৯৮৭ সালে হেলাস ভেরোনার হয়ে ইতি টানেন পেশাদার ফুটবলের।

৮২ বিশ্বকাপে ইতালির জার্সিতে একাই ছয় গোল করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। ফিফা ঘোষিত ১০০ কিংবদন্তির মধ্যে পাওলো রসি একজন। ২০১৬ সালে ইতালিয়ান ফুটবল তাকে ‘হল অব ফেম’ হিসেবে ঘোষণা করে।