আন্তর্জাতিক ১১ ডিসেম্বর, ২০২০ ০৩:৫৯

এবার সৌদি আরবে অনুমোদন পেলো ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক

বাহরাইনের পর এবার ফাইজারের টিকাকে অনুমোদন দিল সৌদি আরব। মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে এই অনুমতি দিল তারা। গতকাল বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

ব্রিটেন, বাহরাইন এবং কানাডার পরই সৌদি আরব নিজেদের নাগরিকদের জন্য এই টিকা ব্যবহারের অনুমতি দিল।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে ফাইজার–বায়োনটেকের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্যদফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।

যদিও কবে থেকে দেশের সাধারণ নাগরিককে করোনার এই ভ্যাকসিনটি দেওয়া হবে তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

এদিকে, নয়া এই ভ্যাকসিনটি নিয়ে কিন্তু কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। গত মঙ্গলবার গণ টিকাকরণ শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাল কেটেছে। যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাদের ফাইজারের করোনা প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা। কারণ যে সমস্ত মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে দু’জনের আগেই অ্যালার্জি ছিল। টিকা নেওয়ার পর দু’জনের শরীরেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তারপরই এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।