খেলাধুলা ১৩ ডিসেম্বর, ২০২০ ০৩:১৫

যে কারণে অস্ট্রেলিয়া টেস্টে স্বস্তিতে ভারত‌

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে স্বস্তিতে টিম ইন্ডিয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর অস্ট্রেলিয়া '' দলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল টিমইন্ডিয়া জোড়া শতরান করলেন ঋষভ পন্থ এবং হনুমা বিহারী এছাড়া রান পেলেন শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়ালও আর সেই কারণেই দিবারাতের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত

প্রথম ইনিংসে ৮৬ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ চার উইকেটে ৩৮৬ রান দুই ইনিংস মিলিয়ে লিড ৪৭২ রানের বাকি আর একদিন পরিস্থিতি যা তাতে এখান থেকে ম্যাচ কোনওভাবেই হারবেন না রাহানেরা
প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছিল দু’‌দলের প্রথম ইনিংস ভারতের ১৯৪ রানের জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া '‌'

এরপর গতকাল শনিবার দ্বিতীয় দিনের শুরুতে ফের ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া এদিন ফের ব্যর্থ হলেন পৃথ্বী মাত্র রানেই ফিরে যান তিনি তবে এরপর ভারতের ইনিংসের হাল ধরেন মায়াঙ্ক এবং শুভমান দু’‌জনে মিলে জুটিতে ১০৪ রান যোগ করেন ৬৫ রানে শুভমান আউট হন মায়াঙ্ক করেন ৬১ রান এরপর অধিনায়ক রাহানে ৩৮ রানে ফেরেন
এরপরই জুটি বাঁধেন হনুমা এবং ঋষভ দু’‌জনেই দিনের খেলা শেষ হতে হতে শতরান পূর্ণ করেন

হনুমা বিহারী যেখানে ১৯৪ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন সেখানে পন্থের ব্যাট থেকে বের হলো বিধ্বংসী ইনিংস দিনের শেষে ৭৩ বলে ১০৩ রান করে অপরাজিত এই বাঁহাতি ব্যাটসম্যান তিনি মারেন ৯টি চার ’‌টি ছয় প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করলেও এই ইনিংসে তেমন প্রভাব ফেলতে পারেননি কোনও অজি বোলার