বিনোদন ১৬ ডিসেম্বর, ২০২০ ০৫:৩১

যুক্তরাজ্যে ফের বন্ধ হচ্ছে সিনেমা হল

বিনোদন ডেস্ক

শীতের এ মৌসুমকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বলে ধারনা করছেন গবেষকরা। ইতমধ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। আর এ অবস্থায় প্রতিরোধ করতে যুক্তরাজ্যের বেশিরভাগ সিনেমা হল আবারও বন্ধ করা হচ্ছে।

জানা যায়, লন্ডনসহ দেশটির অনেক এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শহরগুলোকে ট্রায়ার-৩ এর আওতায় নিয়ে আসা হচ্ছে। ইউকে সিনেমা অ্যাসোসিয়েশন (ইউকেসিএ) গণমাধ্যমকে জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে লন্ডনের প্রায় ১০০টি সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে।

ইউকেসিএ বলেছে, ‘আমরা সিনেমা হল নিয়ে এমন সিদ্ধান্তকে ধ্বংসাত্মক বলে মনে করি। জানি না কী কারণে আমাদের সঙ্গেই সবসময় এমন কঠোর আচরণ করা হয়। ’

চলতি মাসের শুরু থেকে লন্ডনের নিরাপত্তা ‘ট্রায়ার ২’র আওতায় ছিল। ফলে সিনেমা হল কিংবা অন্যান্য ব্যবসায় নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু যুক্তরাজ্য তাদের করোনার সংক্রমণ কমিয়ে আনতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। তাই সিনেমা হল বন্ধের এই সিদ্ধান্ত।