সারাদেশ ১৬ ডিসেম্বর, ২০২০ ১২:০৫

টুঙ্গিপাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বিজয় দিবসের সকালে বীর মুক্তিযোদ্ধা বাদশা মোল্লার (৭০) ওপর বর্বরোচিত হামলা করেছে প্রতিপক্ষ।

আজ বুধবার সকাল ৭ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গিঙ্গাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত মুক্তিযোদ্ধা বাদশা মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত মসুদ মোল্লার ছেলে।

গুরুতর আহত মুক্তিযোদ্ধা বাদশা মোল্লাকে সংকটজনক অবস্থায় প্রথম টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ মুক্তিযোদ্ধার ভাতিজা মাসুম মোল্লাকে (৪০) আটক করেছে।

মুক্তিযোদ্ধার ছেলে হাফিজ মোল্লা বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা বাদশা মোল্লার সাথে জমিজমা নিয়ে চাচা আকব্বর মোল্লার বিরোধ চলে আসছিলো। সম্প্রতি আকব্বর মোল্লা আমার বাবার সম্পত্তি আয়ত্তে নিয়ে ভোগ দখল শুরু করে। আমার বাবা জমি ফেরত পেতে আদালতে মামলা করেন। এতে তারা ক্ষিপ্ত হয়। আমার বাবাকে দেখে নেয়ার হুমকি দেয়।

তিনি আরও বলেন, বিজয় দিবসের সকালে বাবা টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এসময় অতর্কিতে আমার চাচার ছেলে মাসুম, হাসান, হোসাইন পেছন দিক দিয়ে এসে আমার বাবার ওপর হামলা করে। বাবাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। আমি ঠেকাতে গেলে তারা আমাকে পিটিয়ে আহত করেন। এরপর তারা আমাদের ১টি বসতঘর ভাঙচুর করে। আইনের আশ্রয় নিলে আমাদের ওপর ফের হামলার হুমকি দিচ্ছে। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, মুক্তিযোদ্ধার মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তিনি শঙ্কা মুক্ত নন। তার কানের ছিদ্র দিয়ে এখনো রক্ত পড়ছে।  

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.এফ.এম নাসিম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধার ওপর হামলার  ঘটনা ঘটেছে। অভিযুক্ত মুক্তিযোদ্ধার ভাতিজা মাসুমকে এ ঘটনায় আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অন্য অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।