রাজনীতি ১৬ ডিসেম্বর, ২০২০ ০২:০৯

চট্টগ্রামে ৮ পৌরসভায় নৌকার ৪৫ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় আট পৌরসভার মধ্যে একটিতে নির্বাচনের দিন তারিখ-ঠিক হলেও সাতটি পৌরসভার এখনো তফসিল ঘোষণা হয়নি। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বা নৌকার মাঝি বানাতে পৌরসভা ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভাও করেছেন তৃণমূলের নেতারা।

পৌরসভা ও উপজেলার বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক তৃণমূলের রায়ে যোগ্য প্রার্থী বিবেচনার জন্য ৮ পৌরসভায় মহিলা নেত্রী, প্রবাসীসহ ৪৫ জন নেতাকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে কমিটি। এই তালিকা জেলা কমিটির মাধ্যমে প্রতিটি প্রার্থীর জীবন বৃত্তান্তসহ কেন্দ্রীয় কমিটিতেও পাঠানো হয়েছে।

এবার আট পৌরসভায় নৌকার দৌড়ে আছেন ৪৫ জন প্রার্থী। তাদের সবকিছু বিবেচনা করেই যোগ্য প্রার্থী নির্বাচন করবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। দল থেকে আট পৌরসভায় মেয়র পদে কারা যোগ্য প্রার্থী হচ্ছেন সেই আলোচনা এখন তৃণমূলে। প্রার্থী নিশ্চিত করতে চলছে নানাবিধ তদবিরও।

দলের কেন্দ্রীয় কমিটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আট পৌরসভার মধ্যে সন্দ্বীপ, রাউজান, মিরসরাই, বারইয়ারহাট, বাশঁখালি, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ায় আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে।

এর মধ্যে সন্দ্বীপে ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও অন্য সাতটিতে এখনো ঘোষণা হয়নি। তারপরও দলের একক প্রার্থী চূড়ান্তকরণে বর্ধিত সভার মাধ্যমে পৌরসভা থেকে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে তালিকা পাঠানো হয়েছে।

পাঠানো তালিকায় মেয়র প্রার্থী হতে চান এমন নেতাদের মধ্যে রয়েছেন সন্দ্বীপ পৌরসভায় চারজন, রাউজানে একজন, বাশঁখালিতে ৯ জন, সাতকানিয়ায় তিনজন, চন্দনাইশে সাতজন ও পটিয়ায় চারজন, মিরসরাই পৌরসভায় ৯ জন, বারইয়ারহাট পৌরসভায় আটজন।

সন্দ্বীপ পৌরসভার প্রার্থীরা হলেন-বর্তমান মেয়র জাফর উল্যা টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল মাওলা ও উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহানের ছেলে নাদিম শাহ আলমগীর।

রাউজান পৌরসভায় একক প্রার্থী পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

মিরসরাই পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ দৌলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর উদ্দিন, সাবেক পৌর মেয়র মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোজাহের হোসেন চৌধুরী সোহেলসহ ৯ জন।

বারইয়ারহাট পৌরসভায় আটজনের মধ্যে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহছান, ফজলুল করিম লিটন ও মহিউদ্দিন সওদাগরসহ আটজন।

বাশঁখালি পৌরসভায় ৯ জনের মধ্যে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, বাশঁখালি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন, বাশঁখালী আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি দাশ, মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী রেহেনা আক্তার কাজেমি, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মেহাম্মদদুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহ, শেখ আলি মো. মুজতবা এবং  যুবলীগ নেতা এম মনছুর আলী।

চন্দনাইশ পৌরসভায় সাতজনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান চৌধুরী, আওয়ামী ফাউন্ডেশন, পবিত্র মক্কা শাখার সাবেক সভাতি মো. মোজাম্মেল হক, বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা, পবিত্র মদিনা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদুল ইসলাম রহমানী, আওয়ামী লীগ নেতা শেখ মো. টিপু ও শাহাদাত নবী।

সাতকানিয়া পৌরসভায় তিনজনের মধ্যে বর্তমান মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক ডলার ও  পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম।

পটিয়া পৌরসভায় চারজনের মধ্যে বর্তমান মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আইয়ুব বাবুল এবং সরওয়ার হায়দার প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, উত্তরের চারটি পৌরসভা নিয়ে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো তালিকায় সন্দ্বীপ পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাকি তিনটার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দলের প্রার্থীর বিষয়ে তালিকা পাঠাবে বলা হয়েছে। সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে দ্রুত বর্ধিত সভাও করা হয়েছে। সেই অনুযায়ী তালিকা পাঠানো হয়েছে। তবে কারা দলের মনোনয়ন পেতে পারেন, সেটা কেন্দ্রীয় কমিটি বা মনোনয়ন বোর্ডই জানবে বলে জানান তিনি।