বিনোদন ১৯ ডিসেম্বর, ২০২০ ০৮:৫০

অনলাইনে উন্মুক্ত হল ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর মুক্তি পেয়েছেরূপসা নদীর বাঁকেসিনেমাটি জানা যায়, এবার সিনেমায় প্রদর্শনীর ধারায় এনেছে নতুনত্ব জানা যায়, প্রথম সপ্তাহে এটি দর্শকরা দেখতে পেরেছেন ঢাকা চট্টগ্রামের অভিজাত তিনটি মাল্টিপ্লেক্স ছাড়াও শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় সপ্তাহে এসে সেই ধারায় এবার যুক্ত হলো সিনেমাটি সামজিক যোগাযোগ মাধ্যমে

প্রসঙ্গে নির্মাতা তানভীর মোকাম্মেল জানান, আগ্রহী দর্শকরা চাইলে ঘরে বসে নিজ ডিভাইসেও এই ছবিটি উপভোগ করতে পারবেন ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা দিন জুম অ্যাপের মাধ্যমে এই প্রদর্শনী চলবে এরজন্য দর্শকদের কাটতে হবে আগাম টিকিট

টিকিট কেটে অন্তর্জালে ছবিটি দেখার নিয়ম প্রসঙ্গে নির্মাতা জানান, প্রদর্শনীর সময়সূচি হচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা রাত ১০টা দেখতে হলে গুণতে হবে ২শত টাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন বামপন্থী নেতার জীবন নিয়ে এই মানুষটির জীবন ত্যাগী রাজনৈতিক জীবনই চলচ্চিত্রটির মূল উপজীব্য আর চলচ্চিত্রটির শেষ হবে মুক্তিযুদ্ধে এসে সেই ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম

জ্ঞ

এছাড়া, ছবিতে উঠে আসবে তিরিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাএদিকে ছবিটি আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি ৫১তম গোয়া চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে