অর্থ ও বাণিজ্য ২০ ডিসেম্বর, ২০২০ ০৩:২০

এসএমই কার্ড আনল এনআরবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের জন্য এনআরবি ব্যাংক এবং অরোর এন্ড কোং চালু করল উত্তরন এসএমই কার্ড। এ কার্ডের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত এসএমই খাতের উদ্যোক্তারা সরকার নির্ধারিত সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণ পাবেন।

গতকাল শনিবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এনআরবি ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং অরোরা এন্ড কোং আয়োজিত এসএমই ফাইন্যান্সিং শীর্ষক এক সেমিনারে এ কার্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম জানান এই কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং ইলেক্ট্রনিক ব্যাংক ব্যবস্থার সাথে যুক্ত হবেন। এর আওতায় এসএমই উদ্যোক্তারা প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা এসএমই ঋণ পাবেন। এ কার্ডের আওতায় ঋণ আবেদন প্রক্রিয়া সহজ বলেও জানান তিনি। এ কার্ডের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি সরকার নির্ধারিত হারে ঋণ পাবেন বলে আশাব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপব্যবস্থাপক মো: আরিফুজ্জামান, এনআরবি ব্যাংকের এসএমই বিভাগ প্রধান এটিএম জামাল উদ্দিন, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত, বিআইবিএমের পরিচালক ডা: আশরাফ আল মামুন, উত্তরন এসএমই এন্ড স্টার্টআপের টিম লিডার মো: কমরুজ্জামান, ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর ডা: জাকিউজ্জামান, অরোর এন্ড কোং এর উপদেষ্টা টি আই এম জাহিদ হোসেন এবং এপির ব্যুরো চিফ জুলহাস আলম।