আন্তর্জাতিক ২০ ডিসেম্বর, ২০২০ ০৩:৪৫

মেক্সিকোর সাবেক গভর্নরকে গুলি করে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক

মেক্সিকোর জালিসকো রাজ্যের সাবেক গভর্নর রিসতোতেলেস সান্দোভালকে দেশটির একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য বলে বিবেচিত ওই রাজ্যে শুক্রবার রাতে তাকে গুলি করে হত্যা করা হয়।

মেক্সিবোর অ্যাটর্নি অ্যাটনি জেনারেল জিরার্দো অক্টাভিও সোলিস জানান, হত্যাকারীরা গভর্নর স্যান্ডাভলের পাশেই ছিল। তিনি ওয়াশরুমে গেলে, সেখানে আগে থেকেই অবস্থানকারী একজন তাকে পেছন থেকে কয়েকটি গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, সানডোলে একজন বন্দুকধারী গুলি চালালেও তার সঙ্গে রেস্তোরাঁর বাইরে অন্তত নয়জন আততায়ী অপেক্ষা করছিল।

এদিকে, রাজ্য প্রশাসন জানায়, স্যান্ডাভলের নিরাপত্তায় ১৫ জন দেহরক্ষী ও বুলেটপ্রুফ গাড়ি নিয়োজিত ছিল। তবে হত্যাকাণ্ডের সময় দেহরক্ষীদের মধ্যে মাত্র দু'জন রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন। তবে যখন গুলি চালানো হয় তখন দেহরক্ষীদের ২ জনই রেস্তোঁরার বাইরে ছিলেন।

তবে এ হত্যার তদন্ত সহজ হবে না বলে জানান আলজাজিরা প্রতিনিধি জন হল্যান্ড। তিনি বলেন, রেস্তোঁরার কর্মীরা অপরাধের জায়গাটি ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। এমনকি সিসি ক্যামেরাও সরিয়ে ফেলেছে তারা। এর ফলে তদন্তে বাধা তৈরি হবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, সংগঠিত অপরধচক্রের জন্য ৯টি রাজ্যকে ঝুকিপূর্ণ বিবেচনা করা হয়। জেলিস্কো তাদের মধ্যে অন্যতম একটি রাজ্য। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্যান্ডাভল যখন গভর্নর ছিলেন তখন এই অপরাধচক্রকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। আগামী জুলাইতে দেশটির নির্বাচনকে সামনে রেখে নতুন করে তৎপর হতে শুরু করেছে চক্রগুলো। ধারণা করা হচ্ছে, অপরাধচক্রটি নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতেই সাবেক এ গভর্নরকে হত্যা করেছে।

নিরাপত্তা বিশ্লেষক অ্যালেজান্দ্রো হোপ বলেন, এই হত্যাকাণ্ড বিপুল পরিকল্পনা নিয়ে করা হয়েছেএর অর্থ কেউ তাকে কয়েক সপ্তাহ ধরেই খুঁজে বেড়াচ্ছিল। কেউ হয়তো তার গতিবিধি জানতো, আর কমবেশি এটাও জানতো কখন তার দেহরক্ষী কম থাকবে।