সারাদেশ ২০ ডিসেম্বর, ২০২০ ০৭:২০

চলে গেলেন মনজুরে মওলা

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ রবিবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপ-পরিচালক সরকার আমিন।

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন মনজুরে মওলা। চলতি মাসের শুরুর দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে চলতি সপ্তাহে ফের নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

মনজুরে মওলার পরিবার সূত্র জানিয়েছে, মনজুরে মওলার দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।

১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন মনজুরে মওলা। এ ছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাইয়ের মতো লোকমনীষাকে ফেলোশিপ প্রদান, বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসাবিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরোনো বাংলা গদ্যের মতো বই প্রকাশের উদ্যোগী হয়েছিলেন তিনি। বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি ‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই।