সারাদেশ ২২ ডিসেম্বর, ২০২০ ০৩:১৮

শীত কমবে আগামী তিন দিনে

নিজস্ব প্রতিবেদক

আগামী তিনদিনের মধ্যে সারাদেশে শীতের প্রকোপ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২১ ডিসেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক বাসসকে জানান, সপ্তাহের মাঝামাঝি থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ কমতে শুরু করবে। তবে জানুয়ারির দিকে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোনো কোনো স্থানে এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে।