বিনোদন ২৩ ডিসেম্বর, ২০২০ ০৬:৪২

সৃজিতের সিরিজে বাঁধন

বিনোদন ডেস্ক

লেখক নাজিম উদ্দিনের আলোচিত উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের জন্য প্রথম পছন্দ ছিল জয়া আহসান উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত মুখার্জি

এদিকে জানা যায়, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তাদের চার বছর পূর্তিতে নতুন ২৫ ওয়েব সিরিজের নাম ঘোষণা করে সেখানে জানানো হয়, সৃজিত তাদের জন্য নির্মাণ করছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজটি

এমন ঘোষণার পরই সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ টুইটে সৃজিত লিখেছিলেন, ‘হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না তবে যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

চলতি বছরের জুলাইয়ে খবরে এসেছিল ওয়েব সিরিজটি; এতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও পরীমনির অভিনয়ের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভবপর হয়ে উঠেনি তবে এবার জানা গেল, সৃজিতের এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন

কলকাতার বর্তমান পত্রিকা জানিয়েছে, এরই মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে শুটিং শুরু হয়েছে বিশেষ চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ

নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস বাতিঘর প্রকাশনীর ব্যানারে ২০১৫ সালে প্রকাশ পায় উপন্যাসটি