খেলাধুলা ২৩ ডিসেম্বর, ২০২০ ১১:৫৯

দুসংবাদ পিছু ছাড়ছে না পাকিস্তানের

শাদাব খান

শাদাব খান

স্পোর্টস ডেস্ক

আগামী শনিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হওয়ার আগে দুসংবাদ পেয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম উল হকের পর এবার লেগস্পিনার শাদাব খানও ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে।

জানা গেছে, ঊরুর ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার এমআরআই স্ক্যান করা হবে শাদাবের। এদিকে লেগস্পিনার শাদাবের বদলে প্রথম টেস্টের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে ২৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার জাফর গোহারকে। ২০১৯-২০ মৌসুমের কায়েদ--আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ ৩৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১৪৪ উইকেট রয়েছে তার নামের পাশে।

টেস্ট সিরিজে পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান, ইয়াসির শাহ এবং জাফর গোহার। (বাবর আজম, ইমাম উল হক এবং শাদাব খান দ্বিতীয় টেস্টে যোগ হবেন।)