আন্তর্জাতিক ২৪ ডিসেম্বর, ২০২০ ০১:৫৩

কৃষক আন্দোলন: প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশি বাধা

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি ভারতে পাস হওয়া বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন কংগ্রেস নেতাকে রাস্তায় আটকে দিয়েছে পুলিশ

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ভবনে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দুই কোটি স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দিতে গেলে পথে পুলিশ বাধা দেয় এ সময় প্রিয়াঙ্কাসহ কয়েক নেতাকর্মীদের আটক করে দেয় দিল্লি পুলিশ

কংগ্রেস নেতাকর্মীরা বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন

পুলিশের বাধার মুখে প্রিয়াংকা গান্ধী বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এবং তারা নির্বাচিত সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার জনগণের আছে তাদের সেই অনুমতি দেওয়া উচিত এখানে সমস্যা কোথায়? রাস্তায় তাঁবু খেটে থাকা লাখ লাখ কৃষকের কথা সরকার শুনতে প্রস্তুত নয়

প্রিয়াংকা আরো বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে কোনো মতামত দিলেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে আমরা কৃষকদের প্রতি সমর্থন জানাতে এই মিছিল করছি