বিনোদন ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:৪৫

এশিয়াটিকা ফিল্ম অ্যাওয়ার্ড জিতলো অপির ‘মায়ার জঞ্জাল’

বিনোদন ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম সম্প্রতি অপি করিম অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনারমায়ার জঞ্জালবাডেব্রি অব ডিজায়ারইতালিতে জিতলো বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ডমায়ার জঞ্জালপরিচালনা করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী

এর আগেমায়ার জঞ্জালসাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপ্যাক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেয়

জানা যায়, ছবিটি প্রযোজনা করেছেন জসীম আহমেদ তিনি গণমাধ্যমকে বলেন, রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগএনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা অফিশিয়াল সিলেকশনের ৯টি ছবির মধ্য থেকে পুরস্কার জিতে নেয়মায়ার জঞ্জাল

জসীম আহমেদ আরও বলেন, যেকোনো প্রাপ্তিই আনন্দের ছবিটি এর আগেও বিশ্বের বিভিন্ন উৎসব থেকে আমাদের জন্য আনন্দ বয়ে এনেছে তবে এবারের আনন্দটা সবচেয়ে বেশি কারণ, এটি বিজ্ঞ বিচারকেরা সেরা এশিয়ান ছবি হিসেবে নির্বাচন করেছেন

উৎসবটি শুরু হয় গত ১৮ ডিসেম্বর ২৩ ডিসেম্বর পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এশিয়ান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় উৎসবটি করোনা মহামারির কারণে বছর অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হয় আমন্ত্রিত ছবিগুলো

মায়ার জঞ্জাল অপি করিমের বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

উল্লেখ্য, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা, কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু