শিক্ষা ২৫ ডিসেম্বর, ২০২০ ১১:৩৪

ঢাবির অনার্স-মাস্টার্স পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল বর্ষের পরীক্ষা নিতে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা নিতে নির্দেশ দেয়া হয়েছেএ বিষয়ে অনুষদ থেকে ইতোমধ্যে অনুষদভূক্ত সকল বিভাগকে চিঠিও দেয়া হয়েছে বলে জানা গেছে

জানা যায়, করোনা মহামারির মধ্যে এসব বিভাগে অনলাইনে ক্লাস হয়েছেআর এইসব ক্লাসের উপর ভিত্তি করে নেয়া হচ্ছে এসব বিভাগের পরীক্ষাএছাড়া অন্যান্য অনেক অনুষদেও পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে বলে জানা গেছে

কলা অনুষদের দেয়া চিঠিতে বলা হয়েছে, এমএ প্রথম সেমিস্টারের কোর্স ফাইনাল, বিএ (সম্মান) চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার এর কোর্স ফাইনাল পরীক্ষা ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে

বিএ (সম্মান) তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা ও দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এবং প্রথম বর্ষের প্রথম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিতে বলা হয়েছে

এমএ দ্বিতীয় সেমিস্টারের কোর্স ফাইনাল পরীক্ষা, বিএ (সম্মান) চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার কোর্স ফাইনাল পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে নিতে বলা হয়েছে

চিঠিতে মিডটার্ম পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে বলা হয়েছেপরীক্ষায় প্রস্তুতি গ্রহণের স্বার্থে বিভাগীয় পর্যায়ে কোর্স প্রতি ২/৩টি রিভিউ ক্লাস গ্রহণ এবং প্রযোজ্য ক্ষেত্রে পাঠ্যসূচি সংক্ষেপের ব্যবস্থা নেয়ারও কথা বলা আছে

এছাড়াও যেসব শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় বইপত্র ছাড়াই ঢাকা ত্যাগ করেছেনতাদের প্রস্তুতি যেন বাধাগ্রস্থ না হয় সেই কথা বিবেচনা করে পাঠ সহায়ক উপকরণ তথা স্টাডি ম্যাটেরিয়ালস প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগসমূহকে বিশেষভাবে অনুষদ থেকে অনুরোধ করা হয়েছে

যদি প্রয়োজন হয় তবে, সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে

এ চিঠির সত্যতা নিশ্চিত করে কলা অনুষদের ফারসি ভাষা ও সাহিত্যের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘আমরা ইতিমধ্যে চিঠি পেয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব