অপরাধ ও দুর্নীতি ২৫ ডিসেম্বর, ২০২০ ০১:৪৬

নকল মবিল তৈরি, সিআইডির হাতে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নামি-দামী ব্রান্ডের নামে নকল মবিল তৈরি করে বাজারজাত করার সময় হাতেনাতে ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

এ সময় ৬ ব্যারেল (১৩০০ লিটার) নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (৩২), সুমন মিয়া (২৭), বাবুল মোল্লা (৪০) ও সাইদুল ইসলাম (৩৫)

আজ শুক্রবার দুপুরে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার সিআইডির সহকারী পুলিশ সুপার রাকিবা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় তারা যাত্রাবাড়ীর আড়াবাড়ীর মামুন মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে নকল মবিল তৈরি করে বাজারজাত করছে এমন সংবাদ পেয়ে মবিল তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়

সিআইডির এসএসপি কানিজ ফাতেমা আরও বলেন, গ্রেপ্তারকৃতরা বাজারের বিভিন্ন নামিদামী ব্রান্ডের নামে নকল মবিল তৈরি করার কথা স্বীকার করেছে জড়িত আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এছাড়া সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে