বিনোদন ২৬ ডিসেম্বর, ২০২০ ০৬:৩৫

বনানীতে হবে কাদেরের দাফন

বিনোদন ডেস্ক

ক্যানসারে আক্রান্ত গুণী অভিনেতা আবদুল কাদের আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর

আজ রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানীতে দাফন করা হবে বর্ষীয়ান অভিনেতা আবদুল কাদেরকে

গনমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি

তিনি বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএস-এর বাসায় ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে

তিনি আরও বলেন, পরে বিকেল সাড়ে ৩টা থেকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে

আবদুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখাকোথাও কেউ নেইধারাবাহিক নাটকেবদিচরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানইত্যাদি পরিচিত মুখ তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য ছোট পর্দায় তিনি তুমুল জনপ্রিয় নাটক, চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে থিয়েটারেও সরব ছিলেন তিনি

উল্লেখ্য, অভিনেতা আবদুল কাদের ১৯৫১ সালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক স্নাতকোত্তর করেন আব্দুল কাদের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে