ধর্ম ও জীবন ২৮ ডিসেম্বর, ২০২০ ১২:১৪

ফালতু ফতোয়া দিয়ে দেওয়ানবাগীর উত্থান

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে 'দেওয়ানবাগী পীর হিসাবে' পরিচিত 'দেওয়ানবাগ দরবার শরীফ' এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব--খোদার বিভিন্ন সময়ে দেওয়া তার বেশ কিছু বক্তব্যকে ঘিরে জনমনে রয়েছে ব্যাপক ক্ষোভ

দেওয়ানবাগীর পীর হিসাবে পরিচিত সৈয়দ মাহবুব তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পান বলে দাবি করেন এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয়, ইসলামের নবীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক . মুহম্মদ শফিকুর রহমান বলেন, ''উল্টা পাল্টা ফতোয়া দিয়ে তার উত্থান হয়েছে ইসলামকে কাটছাট করেছেন তিনি তিনি বেহেস্ত দিয়ে দেবেন, আল্লাহকে দেখেছেন, এসব বলে মানুষকে ধোঁকা দিয়েছেন আসলে মানুষ তো অন্ধ ভক্ত বাঙালিরা অনেকে বেশি হুজুগে নামছে এই জন্য তার ভক্ত হয়েছে''

১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন সেখানকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রপুরীর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন

এর কিছুদিন পরে নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামের একটি স্থানে আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসাবে পরিচয় দিতে শুরু করেন সেখান থেকেই তার নামের সঙ্গে দেওয়ানবাগী শব্দটি যুক্ত হয় পরবর্তীতে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম শুরু করেন