আন্তর্জাতিক ৩০ ডিসেম্বর, ২০২০ ০৬:০৯

পর্যটকদের জন্য ভ্রমনকেন্দ্রগুলো খুলে দিল শ্রীলঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন যুক্তরাজ্যে করোনাভাইরাসের যে নতুন ধরনটি পাওয়া গেছে, সেটি বিশ্বের আরও কয়েকটি দেশেও সনাক্ত হয়েছে ইউরোপীয় দেশগুলোর বাইরে এই ভাইরাসটি পাওয়া গেছে, ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র জাপানেও

করোনার নতুন রূপে বিশ্বের অনেক দেশ যখন সীমান্ত বন্ধ করছে তখন শতাধিক যাত্রীবাহী একটি বিদেশি পর্যটকবাহী বিমান গ্রহণ করেছে শ্রীলঙ্কা নয় মাসের মধ্যে এই প্রথম বিদেশি পর্যটক গ্রহণ করলো দেশটি

সোমবার রাজধানী কলম্বোর রাজাপাকশে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১৮৫ জন যাত্রী নিয়ে অবতরণ করেছে ইউক্রেন থেকে আসা একটি চার্টার্ড ফ্লাইট

করোনার ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্রটি ইউক্রেন থেকে আসা প্রথম ফ্লাইটের পর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক আসবে বলে আশা করছে শ্রীলঙ্কা

বিমানবন্দরে অবতরণের পর পরই তাদের করোনা পরীক্ষা করা হয়েছে আগত অতিথিরা হোটেলেই অবকাশ যাপন করবেন সরকারি ব্যবস্থা পরীক্ষার একটি পাইলট প্রকল্প হিসেবে এমনটা করা হচ্ছে বলে জানান শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা

বিদেশ থেকে পাঠানো শ্রীলঙ্কার নাগরিক স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদিত ফ্লাইট ছাড়া শ্রীলঙ্কার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে গত মার্চ থেকে সীমান্ত বন্ধ রেখেছিল তারা