খেলাধুলা ৩০ ডিসেম্বর, ২০২০ ০২:৫৫

‘এই দলটাও হয়ে উঠতে পারে ভয়ংকর’

ডেস্ক রিপোর্ট

নতুন বছরে বাংলাদেশে আসছে উইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের মাধ্যমে দীর্ঘ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এরইমধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তবে যে দল তারা ঘোষণা করেছে তাতে সিরিজের আমেজ যেন আগেই কমে গেছে অনেকটা! কারণ মূল দলের বেশিরভাগ ক্রিকেটাররাই যে আসছেন না বাংলাদেশে!

অনেকে বলছেন, নিজেদের 'বি' দল পাঠাচ্ছে উইন্ডিজরা। এতে করে সিরিজের গুরুত্বও কমে যাচ্ছে বলে মনে করেন সমর্থকরা। তবে সবাইকে সতর্ক করছেন সাবেক ক্রিকেটাররা। তারা বলছেন, খাটো করে দেখা উচিত নয় এই দলটাকেও।

সাবেক ক্রিকেটার নিয়ামুর রশীদ মনে করেন, এই দলটাও হয়ে উঠতে পারে ভয়ংকর। নিজেদের মাটিতে বাংলাদেশকে ফেলতে পারে কঠিন চ্যালেঞ্জের মুখে।

দরজায় কড়া নাড়ছে উইন্ডিজ সিরিজ। ১০ জানুয়ারি চার্টার্ড বিমান থেকে নামবে ক্যারিবীয়রা। টেস্ট আর ওয়ানডের নিয়মিত অধিনায়কসহ মূল দলের ১২জনই আসছে না বাংলাদেশে। তবে সেটা নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ সাবেকদের।

নিয়ামুর রশীদ বলেন, নামের বিচারে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নাই। যদি তাই হতো তাহলে আমরা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারতাম না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাই কোনো এক্সপেরিমেন্টের সুযোগ নেই।

জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে টাইগার স্কোয়াড। আর জানুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরুর কথা রয়েছে টাইগারদের।

#সময় টিভি