আন্তর্জাতিক ৩১ ডিসেম্বর, ২০২০ ০৮:১৭

এবার থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহে অনেক শহরে লকডাউন ঘোষণা করেছে থাই কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় নতুন করে ৩০ ডিসেম্বর লকডাউন ঘোষণা করা হয় পাতায়া সিটিতে।

প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ কমিটি বুধবার জানায়, কোভিড -১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে পাটাতায়া এবং বাক লামং জেলার বাকি অংশ লকডাউন করা হয়েছে। ব্যাং লামুং জেলায় নতুন করে ২২ জন করোনায় সংক্রমণের পরে কমিটির চেয়ারম্যান গভর্নর পাকারথর্ন থিয়ানচাই স্বাক্ষরিত লকডাউনের আদেশ জারি করা হয়েছে।

আদেশের অধীনে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে

  1. নিত্যপ্রয়োজনীয় বাজার, ওষুধের দোকান, নির্মাণসামগ্রী বিক্রয়ের দোকান ও ব্যাংক ছাড়া সব প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে এসব দোকান রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
  2. সেখানে নতুন বছরের সমস্ত ইভেন্ট ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। আর ৯ জানুয়ারির শিশু দিবস এবং ১৬ জানুয়ারির শিক্ষক দিবস বাতিল করা হয়েছে।
  3. সব ডিপার্টমেন্ট স্টোর, রেস্তোঁরা ও খাবার ও পানীয় বিক্রি করার দোকান বন্ধ থাকবে। এগুলো গ্রাহকদের জন্য কেবল হোম ডেলিভারি দেওয়া যাবে।

সূত্র: ব্যাংকক পোস্ট