সারাদেশ ৩১ ডিসেম্বর, ২০২০ ০৯:০২

দেশের ৬ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

শ্রীমঙ্গল, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর এবং চুয়াডাঙ্গাসহ ছয় অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের মাধ্যমে তথ্য জানিয়েছেপূর্বাভাসে বলা হয়েছেউপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারেসারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারেসারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াম রেকর্ড করা হয়েছে