বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৪ জানুয়ারি, ২০২১ ১০:২১

বিদায় নিলো ‘সোনালি যুগের’ ফ্ল্যাশ প্লেয়ার

টেক ডেস্ক

জনপ্রিয় ব্রাউজার ফ্ল্যাশ প্লেয়ার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে অ্যাডোবি। আগামী ১২ জানুয়ারি থেকে কোন প্রকার ভিডিও ও অ্যানিমেশন চলবে না এতে। তাই পিসি থেকে ফ্ল্যাশ প্লেয়ারটি আনইন্সটলের অনুরোধ জানান হয়েছে। গত শুক্রবার বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

১৯৯৬ সালে ফ্ল্যাশ প্লেয়ার উন্মুক্ত করে অ্যাডোব কর্তৃপক্ষ। অনলাইনে ভিডিও দেখা ও গেম খেলার কাজে এটি ডাউনলোড করতেন ব্যবহারকারীরা। ২০০৯ সালে ইন্টারনেটে সংযুক্ত ৯৯ শতাংশ কম্পিউটারেই এই সফটওয়্যারটি ইনস্টল্ড ছিল।

তবে ফ্ল্যাশ প্লেয়ার যে বেশি দিন টিকবে না তা আগেভাগেই বুঝতে পেরেছিলেন অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ২০১০ সালেই তিনি জানিয়েছিলেন, আইফোন ও আইপ্যাডে ফ্ল্যাশ প্লেয়ার চলবে না।

২০১১ সালে মোবাইল ডিভাইসের জন্য ফ্ল্যাশ প্লেয়ার বানানো বন্ধ করে অ্যাডোবি। কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার সচল থাকলেও নিরাপত্তাজনিত নানা ত্রুটি দেখা দেয়। ২০১৫ সালে অ্যাপল তাদের সাফারি ওয়েব ব্রাউজারে প্ল্যাগ ইনটি ডিজ্যাবল করে দেয়। গুগল ক্রোমও ফ্ল্যাশ কনটেন্ট ব্লক করতে থাকে। এরপর ২০১৭ সালে অ্যাডোবি জানায়, ২০২০ সালে সফটওয়্যারটি বন্ধ করে দেয়া হবে।