বিনোদন ৬ জানুয়ারি, ২০২১ ০৩:৪৩

দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত রোজিনা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা রোজিনা। ঢাকার সিনেমা ইন্ডাষ্ট্রির সোনালী দিনের নায়িকা তিনি। অভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। দর্শকদের উপহার দিয়েছে 'আনারকলি', 'দোলনা' ও 'সাত ভাই চম্পা' মত সব কালজয়ী সিনেমা।  

ক্যামেরার সামনে দ্যোতি ছড়ানো এ নায়িকা এবার অভিজ্ঞতার ক্যারিশমা দেখাবেন ক্যামেরার পেছনে। মানে সিনেমা নির্মাণ করবেন এ নায়িকা। নির্মাণের পাশাপাশি অভিনয়ও করবেন সেই সিনেমায়। ছবির নাম 'ফিরে দেখা'।

জানা গেছে, বছরের একেবারে শেষের দিন ৩১ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফিরেই 'ফিরে দেখা'র প্রি প্রডাকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

সিনেমা প্রসঙ্গে রোজিনা গণমাধ্যমকে বলেন, মার্চের ১ তারিখ থেকে 'ফিরে দেখা'র শুটিং করবো। এখন ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। গান রেকর্ডিং করছি। এর মধ্যে ছবির আর্টিস্টও চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

রোজিনা বলেন, ছবির জন্য যে গল্প বেছে নিয়েছি তা সঠিকভাবে পর্দায় তুলে আনতে কয়েক কোটি টাকার প্রয়োজন। তবে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এ নায়িকা। রোজিনা জানান, 'ফিরে দেখা' নির্মাণে তার এক কোটি টাকার বেশি খরচ হবে। অনুদানের বাইরে বাকী ৫০ লাখ টাকা নিজেই লগ্নী করবেন বলে জানান তিনি।

এর আগে, ২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন রোজিনা। গল্পটি তার নিজের। রোজিনা জানান, 'ফিরে দেখা'র গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে তৈরি। ১৯৭১ সালে তার নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হবে।