আন্তর্জাতিক ৯ জানুয়ারি, ২০২১ ০৫:০৭

করোনার ভ্যাকসিন নিলেন সৌদির বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক

গতকাল শুক্রবার করোনাভাইরাসের টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ। সৌদি আরবের বাদশাহের টিকা নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

করোনাজনিত মহামারির সময়ে সৌদি আরবের নাগরিক এবং বসবাসকারী অন্যান্যদের সব ধরনের সহায়তার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. তাউফিক বিন ফাওযান আল রাবিয়াহ।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ আজ করোনাভাইরাসের টিকা নিলেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো, সৌদি আরব বিশ্বাস করে, ওষুধের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা সব সময় উত্তম।’

বাহরাইনের পরে সৌদি আরব দ্বিতীয় উপসাগরীয় দেশ, যেখানে ফাইজারের করোনা টিকাটি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। টিকাটি মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার বানিয়েছে।

এদিকে, সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৬৩ হাজার ৫৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় হাজার ২৮২ জনের। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।