সোশ্যাল মিডিয়া ১১ জানুয়ারি, ২০২১ ১১:৫১

সেক্সের সম্পর্ক বয়সের সাথে, বিয়ের সাথে নয়

ইভানা শামস

ইভানা শামস

ডেস্ক রিপোর্ট

সাম্যবাদী নারীবাদী লেখিকা হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া প্রবাসী ইভানা শামসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া কুরুচিপূর্ণ একটি পোস্ট ভাইরাল হয়েছে অবাধ লাগামহীন যৌনাচারের পক্ষে তার দেয়া এই স্ট্যাটাসের ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা পোস্টটি দেয়ার সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রতিবাদের ঝড় ওঠে

গতকাল রোববার নিজের মেয়ের সাথে তোলা ছবি শেয়ার করে কুরুচিপূর্ণ ওই পোস্টটি দেন ইভানা শামস আমাদের কাগজের পাঠকদের জন্য লেখাটি হুবুহু তুলে ধরা হলো-

A

আমার মেয়ে (14) বিয়ের আগে সেক্স করলে আমি কষ্ট পাবো না তবে ১৮ হওয়ার আগে করলে কষ্ট পাবো আঠেরোর পর আমি চাইবো শুধুমাত্র/একমাত্র ভালোবাসার মানুষের সাথে সেক্স করুক, এবং এঞ্জয় করুক অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসাবে এবং দুজনে লয়াল থাকুক (যদিও ডিসিশন তার, আমি শুধু অ্যাডভাইস দিতে পারি)

এভাবে, আলটিমেটলি হাসব্যান্ড হওয়ার মতো কাউকে না পাওয়া পর্যন্ত সে যদি আরও ছেলে ট্রাই করে, কোনো অসুবিধা নাই ভুল মানুষের সাথে থাকার চেয়ে, কিছু ট্রাই করে পছন্দের মানুষ পাওয়া জরুরি যে ছেলে ইনট্যাক্ট হাইমেন খুঁজে সেই ছোটলোক আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য না

আমার চোখে এটাই ন্যায়, এটাই মানবিক, এটাই সৎ চরিত্র, এটাই স্রষ্টার তৈরী শরীরের প্রতি সম্মান...

If my daughter (14) has sex before marriage, I have no problem. But if she does it before turning to 18, I will be sad. After eighteen, I would like - if she has sex with the one and only boyfriend/girlfriend she loves, and enjoys sex as an active participant and both be loyal to each other (although the decision is hers, I can only give advice).

Thus, if she keeps trying more partners until she finally finds someone suitable as a spouse, there is no harm. Rather than being with the wrong person, it is important to try and find the right person. The boy that demands Intact Hymen, that scumbag does not deserve my daughter.

In my eyes, this is ethical, humane, good character; and the right & respectable use of God-gifted body.’