সারাদেশ ১৩ জানুয়ারি, ২০২১ ১২:১৪

১৪ দিন বন্ধ থাকবে রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ

ডেস্ক রিপোর্ট

সড়কে দুর্ঘটনায় রাঙামাটি সদরের রাঙামাটি-খাগড়াছড়ি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় ১৪ দিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে রাঙামাটি সড়ক বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন বলেন, আমাদের উপ-বিভাগীয় এক প্রকৌশলী বাদী হয়ে মঙ্গলবার কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছে এবং বুধবার বিকেলে মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন, ব্রিজটি মেরামত করতে আমাদের ১৪ দিনের মতো সময় লাগতে পারে। তবে এর আগে ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

 

সড়ক বিভাগ থেকে বলা হয়- ট্রাকটি বেইলি ব্রিজের সক্ষমতা না মেনে মালামাল বেশি বহন করার কারণে বেইলি ব্রিজটি ভেঙে যায়। যে কারণে ট্রাক মালিকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে সড়ক বিভাগের পক্ষ থেকে রাঙামাটি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার বিকেলে সড়ক বিভাগের পক্ষ থেকে ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সূত্রটি জানায়।

চট্টগ্রামের মাঝির ঘাট থেকে পাথর বোঝাই করে খাগড়াছড়ি যাওয়ার পথে রাঙামাটির কুতুকছড়ি বেইলি ব্রিজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে ডুবে যায়। এসময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই শ্বাসবন্ধ হয়ে ভেতরেই মারা যান।