জাতীয় ১৩ জানুয়ারি, ২০২১ ০১:৫৭

‘বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলবে’

ডেস্ক রিপোর্ট

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে একজন শিক্ষার্থী দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে গড়ে তুলবে বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সোহাগদল গণমান্য মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দক্ষিণ-পূর্ব সোহাগদল কমিনিউটি ক্লিনিকের পুনর্নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সন্তানদের নীতি ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরাই আমাদের সম্পদ। তাই যাতে মাদক বা ইভটিজিং না করে সেজন্য তাদের নৈতিকতার শিক্ষা দিতে হবে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামানের (নাসিম আলী) সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ টিএম হোসনে আরা সুলতানা (বকুল), সিভিল সার্জন ডাক্তার হাসানাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিমী, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ।