অপরাধ ও দুর্নীতি ১৪ জানুয়ারি, ২০২১ ০৩:৪২

এবার শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেন বল্টু (৫০) হত্যার কয়েক ঘণ্টা পর একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবু কাউন্সিলর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে নির্বাচনী প্রচারণার সময়ে খুন হন বল্টু। এর ঠিক পাঁচ ঘণ্টা পর রাত ১টার দিকে উপজেলার দেবতলা নদীর পাড় থেকে অর্ধপোতা অবস্থায় কাউন্সিলর প্রার্থী বাবুর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছেন, দুটি মৃত্যুর ঘটনায় প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে। এলাকাবাসী মনে করছেন, একটি ঘটনার জেরে আরেকটি ঘটনা ঘটেছে। এদিকে কাউন্সিলর প্রার্থী বাবুর সমর্থক ও তার পরিবার দাবি করছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পরপর দুটি মৃত্যুর ঘটনায় শৈলকুপা পৌরসভার ভোটারদের মাঝে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শহরসহ পৌর এলাকার সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ চেকিং চলছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কমিশনার প্রার্থী আলমগীর হোসেন বাবুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এখনো এই কাউন্সিলর প্রার্থীর মৃত্যু সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।