বিনোদন ১৫ জানুয়ারি, ২০২১ ০৯:৪২

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা

বিনোদন ডেস্ক

জনপ্রিয় পপ তারকা শাকিরা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা যিনি ফুটবলের থিমসং গেয়ে বিশ্বব্যাপি আলোচিত হয়েছে। সম্প্রতি এ তারকার সকল গাওয়া গান কিনে নিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস।

জানা গেছে, বড় বড় শিল্পীর গানের স্বত্ব কিনে নেয় এই প্রতিষ্ঠান। তাদের কাছেই নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন শাকিরা। তাঁর গাওয়া ১৪৫টি গান কিনে নিয়েছে এই প্রতিষ্ঠান।

হিপনোসিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শাকিরা তাঁর শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিয়েছি। এটা আমাদের কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। শাকিরা একজন দুর্দান্ত শিল্পী। তাঁর জীবনের সব গানের স্বত্ব কেনা যেকোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বড় অর্জন। মুহূর্তটি আমাদের জন্য কেবলই উদ্‌যাপনের।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রথম অ্যালবাম মুক্তির পরই বিশ্বসংগীতে হইচই ফেলে দেন শাকিরা। তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম সেই অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। ইতিমধ্যে তিনি নাম লিখিয়েছেন বিশ্বের সেরা ধনী নারী শিল্পীদের তালিকায়। তবে এই মুহূর্তে ৪৩ বছর বয়সী শাকিরার কোনো গান আর শাকিরার নয়। ভবিষ্যতে শাকিরার গান থেকে যত আয় হবে, তার সবই যাবে হিপনোসিসের পকেটে।