আন্তর্জাতিক ১৭ জানুয়ারি, ২০২১ ০৪:২৪

অর্থ আত্মসাতের অভিযোগে স্পেনে বাংলাদেশী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

স্পেনের পালমা দে মাইয়রকা শহরে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগে লিটন আরিফুজ্জামান ভুইয়া (৪৪) নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন ও দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে তাদেরকে কাজে রেখে মানসিক নির্যাতন করে আসছিলেন লিটন। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রমাণ পায় দেশটির পুলিশ। তারপর গত ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। খবর দৈনিক উলতিমা ওরার।

qq

জানা যায়, অবৈধ বসবাসকারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাজে রেখে ঘন্টা ১ ইউরো হতে ২ ইউরো হিসেবে বেতন দিতেন,অনেক জনকে কাজের বেতন পরিশোধ করতেন না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায় লিটন বহুদিন থেকে অবৈধ ব্যবসাসহ মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগও রয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধ ভাবে স্পেনে লোক নিয়ে আসতেন। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বৈধ করার কথা বলে নিতেন এবং আত্মসাত করতেন টাকা।

লিটন আরিফুজ্জামান ভুইয়া ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্পেনে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।