বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৭ জানুয়ারি, ২০২১ ০৯:১৪

নতুন যে ফিচার আনছে অ্যাপল

টেক ডেস্ক

নতুন বছর মানেই টেক ভক্তদের জন্য বিশেষ কিছু। টেক জগতের একেরপর এক ভিতরের খবর আসতে শুরু হয় বছরের প্রথম থেকেই। সম্প্রতি ম্যাকবুক থেকে টাচপ্যাড উঠেয়ে নেবার সিদ্ধান্তের পর নতুন এক খবর রটেছে।

এ বছর আইফোন লাইনআপে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে অ্যাপল। নতুন মডেলে পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে চাইছে প্রতিষ্ঠানটি।

ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে অ্যাপল। এক হিসেবে বলা চলে, এ প্রযুক্তিকে জনপ্রিয় করেছে অ্যাপল। ২০১৩ সালে আইফোন ৫এসে দেখা মিলেছিল এ প্রযুক্তির। কিন্তু ২০১৭ সালে আইফোন এক্স আনার পরপরই প্রতিষ্ঠানটি সরে আসে এ প্রযুক্তি থেকে। ওই সময়ে ফেইস আইডি’কে প্রাধান্য দেওয়ার ফলে হ্যান্ডসেটে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি প্রতিষ্ঠানটি।

এখন দেখে মনে হচ্ছে, করোনাভাইরাস মহামারী বাস্তবতায় প্রযুক্তির ব্যাপারে নিজ মতামত বদলেছে অ্যাপল। ব্লুমবার্গের মার্ক গারমান বলছেন, ফিচারটি ফেইস আইডির পরিবর্তে দেওয়া হবে না। ফেইস মাস্ক পরা থাকলে যাতে ব্যবহারকারী নিজ পরিচয় দিতে পারেন, সেজন্য দেওয়া হবে। ফেইস আইডি ঠিকমতো না চললেও এ প্রযুক্তি ব্যবহার করে ফোন খুলতে পারবেন ব্যবহারকারীরা।

গারমান আরও জানিয়েছেন, অ্যাপল ফোল্ডএবল পর্দা পরীক্ষা করে দেখছে। তার ভাষ্যে, এ প্রযুক্তি নিয়ে এখনও অ্যাপলের তেমন কোনো পরিকল্পনা নেই। এ ধরনের প্রযুক্তির ফোন পেতে কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে বলেও সতর্কবার্তা জানিয়েছেন তিনি।