আন্তর্জাতিক ১৯ জানুয়ারি, ২০২১ ০৩:১৮

উপহারের ২০ লাখ টিকা আসছে কাল

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসার কথা রয়েছে। ক্রয় করার আগেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। উপহার হিসেবে পাওয়া টিকার চালান আগামীকাল বুধবার দেশে আসছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বাংলাদেশ সরকারের কাছে দেওয়া ভারত সরকারের এক চিঠিতে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেওয়া কথা বলা হয়েছে। চিঠিতে লিখিত বক্তব্য অনুযায়ী আগামী ২০ জানুয়ারি ওই টিকা আসার কথা রয়েছে।

এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছিলেন, ভারত উপহার হিসেবে টিকা দেবে। তবে কবে নাগাদ, কি পরিমান এবং কোন কোম্পানির টিকা উপহার হিসেবে ভারত দেবে তা জানাননি মন্ত্রী। এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ভারতের উপহারের টিকা আসার তারিখ ও পরিমান জানালেন।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সরকার। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। ওই টিকা আসার ওপর ভিত্তি করে সরকার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকাদান শুরুর পরিকল্পনা করে এগুচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাবে বাংলাদেশ। এর মধ্যে কোভ্যাক্স থেকে মোট জনসংখ্যার শূন্য দশমিক ৪ শতাংশ হারে ফাইজারের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। ওই টিকা বাংলাদেশ নেবে কি-না তা জানাতে বলেছে কোভ্যাক্স।

গতকাল সোমবার ছিল চিঠির জবাব দেওয়ার শেষ দিন। কিন্তু একদিন আগেই বাংলাদেশ ওই টিকা নিতে আগ্রহের কথা জানিয়ে কোভ্যাক্সের কাছে চিঠি পাঠিয়েছে। কোভ্যাক্স থেকে পর্যায়ক্রমে দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ টিকা বিনামূল্যে কিংবা কমমূল্যে পাবে বাংলাদেশ। এর বাইরেও টিকা উৎপাদনকারী অন্যান্য দেশের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।