বিনোদন ২০ জানুয়ারি, ২০২১ ০৫:০৪

অভিনেত্রী সায়নীর পক্ষ নিয়ে যা বললেন মমতা

বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী সায়নী ঘোষ। এ অভিনেত্রীর এক টুইট কে ঘিরে তৈরি হয় বিতর্ক। তারপর আইনি লড়াই। এ থেকে অভিনেত্রী সায়নী ঘোষকে রক্ষা করতে এবার ঢাল হয়ে এগিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, বিজেপি বাংলার শিল্পীদের চোখ রাঙাবে, তা বরদাস্ত করবেন না তিনি।

সম্প্রতি সায়নী এবং প্রবীণ বিজেপি নেতা তথা অসম ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের টুইট যুদ্ধ এবং আইনি লড়াই নিয়ে উত্তাল কলকাতার রাজনৈতিক এবং শিল্পীমহল। এমন পরিস্থিতিতে সায়নী ঘোষের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত সোমবার পুরুলিয়ার এক সভায় বিজেপি'কে আক্রমণ করে তিনি বলেন, সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। তাকে ধমকানো হচ্ছে। চমকানো হচ্ছে। শুনলাম তাকে ধমকাচ্ছে বিজেপি। এত বড় ক্ষমতা ওদের! সমস্ত ধমকানো-চমকানো বিজেপি অন্য রাজ্যের জন্য তুলে রাখুক, বাংলায় এ সব চলবে না।

তিনি আরও বলেন, দিল্লিতে গিয়ে ধমকাও, উত্তরপ্রদেশে গিয়ে ধমকাও, বিহারে গিয়ে ধমকাও। বাংলায় ধমকানোর আশা আসে কোত্থেকে? এখানে ধমকালে বাংলার মানুষ লিউকোপ্লাস্টার দিয়ে মুখ বন্ধ করে দেবে। অত সহজ নয়। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে টালিগঞ্জের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকলে বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।

উল্লেখ্য, সম্প্রতি এক ধর্মীয় স্লোগান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সায়নী। ৫ বছর আগে সায়নীর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়, যাতে শিবলিঙ্গে কনডম পরাতে দেখা যায় এক মহিলাকে। পোস্টে বর্ণিত ওই মহিলাকে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘বুলাদির শিবরাত্রি’। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘ঈশ্বর এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না।