বিনোদন ২২ জানুয়ারি, ২০২১ ০৯:৩২

সিনেমায় রোশানের হালচাল

বিনোদন ডেস্ক

নায়ক রোশান ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর ২০১৬ সালে ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যামে ঢাকাই সিনেমায় পথচলা শুরু হয় তার। এরপর পুরোদমে নায়ক হিসেবে জায়গা করে নেয় রোশান। করোনাকালে যেখানে ছবি নির্মাণ কমেছে এবং অধিকাংশ অভিনয়শিল্পী কর্মহীন, সেখানে রোশানের হাতে আসছে নতুন ছবির কাজ। গত সপ্তাহে একসঙ্গে তিনটি নতুন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন রোশান।

মোহাম্মদ ইকবালের প্রযোজনা ও পরিচালনায় ছবিগুলোর নাম হলো– ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’।

গত পরশু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে ছবি তিনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এ প্রসঙ্গে রোশান বলেন, কিছুদিন আগে পরিচালক-প্রযোজক ইকবাল ভাই আমাকে দেখা করতে বলেন। যথারীতি তার সঙ্গে দেখাও করি। তখনই তিনি ছবি তিনটির গল্প শোনান আমাকে এবং আমাকে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব দেন। তার সেই প্রস্তাবে আমি সাড়া দেওয়ার পর মহরত অনুষ্ঠানের আয়োজন করেন।

উল্লেখ্য, রোশান অভিনীত ‘মেকআপ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ ছবি তিনটিও মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া এই চিত্রনায়ক সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ ও ‘মুখোশ’ নামের দুটি ছবিতে অভিনয় করছেন। এগুলোর শুটিংও অনেকদূর এগিয়েছে।