বিনোদন ২৩ জানুয়ারি, ২০২১ ০৯:৫৮

দেশের প্রথম থ্রিডি সিনেমায় নায়লা নাঈম

বিনোদন ডেস্ক

বাংলা ভাষায় নির্মিত দেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’ নির্মিত হচ্ছে। যা কিংবদন্তি সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মাণ করবেন হাবিবুর রহমান হাবিব।

এ তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন দ্বিতীয় থ্রিডি চলচ্চিত্র। এর নাম ‘কমলীবালা দেবী’। জানা যায়, এর প্রধান চরিত্রে অভিনয় করবেন মডেল নায়লা নাঈম।

সিনেমা নিয়ে আহমেদ সাব্বির গণমাধ্যমকে জানান, ছবির বিষয়ে তারা ইতোমধ্যে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। প্রতিষ্ঠানটি ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ ছবির থ্রিডি শুটিংসহ অন্যান্য সহায়তা করেছে।

‘কমলীবালা দেবী’র প্রযোজনা করছেন নিশাত খান শর্মী।

এ পরসঙ্গে নায়লা নাঈম জানালেন, সবকিছু পরিকল্পনামাফিক হলে এতে তাকে দেখা যাবে। তিনি বলেন, অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আমাদের আলোচনা চলছে। কাজের ব্যস্ততার কারণে ছবির গল্পটি শোনা হয়নি। এটি শুনে সবকিছু চূড়ান্ত করবো।

জানা যায়, ছবির গল্প অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারকে নিয়ে।

এদিকে, নায়লা নাঈমের জীবনী নিয়ে এর আগে বই প্রকাশ করেন আহমেদ সাব্বির। ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি: পার্ট ওয়ান’ শিরোনামে এটি আসে গত বছর বইমেলায়, গ্রন্থিক প্রকাশনার ব্যানারে।