বিনোদন ২৫ জানুয়ারি, ২০২১ ০৪:২৫

রূপ নয় গুনেই তারকা হয়েছিলেন যিনি

বিনোদন ডেস্ক

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি নায়িকা সিমরান চরিত্রের অভিনয়শিল্পী কাজল কে এখনো মানুষ ভুলতে পাড়ে নি। তার রুপ লাবণ্য মানুষকে মুগ্ধ করেছে। অথচ নিজেকে সুন্দরী ভাবতে অনেকটা সময় লেগেছিল এই অভিনেত্রীর।

এ অভিনেত্রী ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু কখনোই নিজেকে সুন্দরী মনে হয়নি তাঁর। শ্যামবর্ণ গায়ের রং নিয়ে নব্বইয়ের দশকে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। সম্প্রতি এক টক শোতে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, দীর্ঘ একটা সময় কেটে গেছে। নিজেকে আত্মবিশ্বাসী থেকে সুন্দরী হিসেবে সহজে মানতে পারেননি কাজল। তাঁর মতে, ‘সুন্দরী’ একটা বিশেষণ মাত্র। তিনি নিজেকে বুদ্ধিমান এবং আকর্ষণীয় মানতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

সম্প্রতি এই অভিনেত্রী নেটফ্লিক্সে তাঁর শো নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জানান, তাঁর দাদি সোভনা সমর্থন তাঁকে বলেছিলেন, সৌন্দর্য যাঁর যাঁর নিজের দৃষ্টিতে। তাঁর দাদি অল্প বয়সেই ছিলেন তখনকার সেরা সুন্দরীদের একজন। তিনিই কাজলকে শিখিয়েছিলেন নিজেকে ভালোবাসার অর্থ। কাজল আরও জানান, তিনি নিজেকে সুন্দরী আখ্যা দেননি সহজে। দীর্ঘ একটা সময় কাজ করার পরে নিজেকে ‘সুন্দরী’ বলার সাহস পেয়েছিলেন। এত বছর পর তিনি বুঝতে পেরেছেন, নিজেকে ভালোবাসাও সৌন্দর্যের অংশ। এখন যখন তিনি আয়নার সামনে দাঁড়ান, অথবা সেলফি তোলেন, নিজেকে অসাধারণ মনে হয় তাঁর কাছে। তিনি মনে করেন, তাঁর মতো অন্য নারীদেরও নিজেকে ভালোবাসতে শিখবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কাজলের। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’সহ একাধিক বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে কাজলের। স্বামী অজয় দেবগনের প্রযোজনায় তাঁর ছবির নাম ‘ত্রিভঙ্গ’। সে সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।