বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৫ জানুয়ারি, ২০২১ ০৬:৫৩

ফোন বিক্রি করার আগে জানতে হবে যে বিষয়গুলো

টেক ডেস্ক

ঘনঘন স্মার্টফোন পাল্টানোর অভ্যাস আছে অনেকেরই। কেনার পর কিছুদিন ব্যবহার করে সেটি বিক্রি করে নতুন ফোন কিনতে চান এমন ব্যক্তির সংখ্যা নেহাতই কম নয়। এমন সিদ্ধান্ত নিলে তার আগে কিছু বিষয় আগে থেকে জেনে রাখাতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনের ডেটা ব্যাকআপ : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ডেটা ব্যাকআপের জন্য জিমেইল বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এজন্য শুরুতে ফোনের সেটিংসে গিয়ে ‘সিস্টেম’ অপশন সার্চ করে ডেটা ব্যাকআপ অপশনে যেতে হবে। কন্টাক্টগুলোর আলাদা আলাদা ব্যাকআপ নিতে চাইলে ফোনের সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। অ্যাকাউন্টের Sync অপশনে ট্যাপ করলে contact Sync করা যাবে। অ্যাকাউন্ট Sync করার পর সব কন্টাক্ট Gmail অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যাবে। ছবি ও অন্য তথ্যগুলোর আলাদাভাবে ব্যাকআপ নেওয়া যায়। এজন্য স্মার্টফোনের ফাইল ম্যানেজার অথবা ফাইল অপশনে গিয়ে গুগল ড্রাইভে ট্যাগ করতে হবে।

iOS ফোনের ডেটা ব্যাকআপ : আইফোন ব্যবহারকারীদের স্মার্টফোনে ডেটা iCloud-এ ব্যাকআপ হবে। এজন্য সেটিংস অপশনে গিয়ে নামের জায়গায় ট্যাপ করতে হবে। এরপর iCloud ব্যাকআপে গিয়ে Daily Backup অন করতে হবে। তাড়াতাড়ি ব্যাকআপ নেওয়ার জন্য Back Up Nowতে ট্যাপ করতে হবে। এভাবে ফোনের সব ডেটা ব্যাকআপ হয়ে যাবে। চাইলে ফোনের কন্টাক্টগুলো জি-মেইল অথবা গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে পারেন।

ফ্যাক্টরি রিসেট : ডেটা ব্যাকআপ নেওয়ার পর স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট করে ফোন এক্সচেঞ্জ করা উচিত। এজন্য ফোনের সেটিংস অপশনে গিয়ে সিস্টেমে ট্যাপ করলে ফ্যাক্টরি রিসেট করার অপশন পাওয়া যাবে। এখানে Erase all data এই অপশনে ট্যাপ করলে স্মার্টফোনের সঙ্গে লিংক করা অ্যাকাউন্ট সরে যাবে এবং ফোন আগের মতো ফাঁকা হয়ে যাবে। এরপর স্মার্টফোনটি এক্সচেঞ্জ অথবা বিক্রি করতে চাইলে ফোন থেকে ডেটা চুরির বিপদ থাকবে না।