বিনোদন ২৬ জানুয়ারি, ২০২১ ০৭:১৭

কবি মধুসূদন কে চেনেন না প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

গতকাল ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বড়সড় ভুল করে বসলেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপেন্দ্রকিশোর রায়চৌধুরির ছবি আপলোড করলেন এ টলিউড সুপারস্টার।

সে পোস্টে প্রসেনজিৎ মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে লেখছিলেন, 'বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যার শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই'

hy

এরপর থেকেই ট্রোলের শিকার হতে হয় এ সুপারস্টারকে। অতঃপর সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেও সময় লাগেনি। এরপরই সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি নজরে আসতেই তৎক্ষণাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোফাইল থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে নতুন করে আরেকটি পোস্ট করা হয়। যার জেরে নেটদুনিয়ায় বেজায় সমালোচনার শিকার হয়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিনেতা। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিতর্কিত পোস্টটি সরিয়ে নিতেও বাধ্য হয় প্রসেনজিতের ডিজিটাল টিম।

তারপর, নতুন পোস্টে বিশেষ দ্রষ্টব্য হিসেবে ভুল সংশোধনীও উল্লেখ করা হয়। ক্যাপশনের শেষে ছোট করে লেখা হয়, আগের ভুলটার জন্য ডিজিটাল টিম অত্যন্ত দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। কিন্তু তারপরও ট্রোলের হাত থেকে রেহাই পাননি টলিউড সুপারস্টার।