অর্থ ও বাণিজ্য ২৭ জানুয়ারি, ২০২১ ০৬:০৬

লোকসানের মুখে যে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর) ব্যবসায় লোকসান করেছে।

এই তিন কোম্পানি হল- সাভার রিফ্রাক্টরিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ইয়াকিন পলিমার। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকেও কোম্পানি তিনটি লোকসান করে।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর তাদের ব্যবসার আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করতে হয়। সেই আলোকেই আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তিন কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে কোম্পানি তিনটির লোকসানের তথ্য উঠে এসেছে।

সাভার রিফ্রাক্টরিজ

২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ২৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ৪৮ পয়সা।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ

২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি কোম্পানিটির লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ১ টাকা ৪৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ২ টাকা ৮৯ পয়সা।

ইয়াকিন পলিমার

২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা মুনাফা করে কোম্পানিটি।