Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

তাদের বিয়েতে লাল রঙ নেই কেন

বিনোদন ডেস্ক

লাল রঙ ছাড়া বিয়ের পোশাকে কথাভাবা যায় না। এদিকে, ভারতীয় বিবাহরীতিতে প্রাচীনকাল থেকে লাল রঙের ব্যবহার হয়ে আসছে। ইদানীং অবশ্য অনেক ভারতীয় বিয়েতে ভিন্ন রঙের পোশাক পরে নিরীক্ষা চালাচ্ছে। সাদা ও ধূসর রঙের পোশাকও পরছে কেউ কেউ।

কিন্তু যখন ফ্যাশন ও স্টাইলের প্রসঙ্গ আসে, ভারতীয় নারীরা তাকিয়ে থাকে বলিউড ডিভা ও টেলিভিশন অভিনেত্রীদের দিকে। প্রথা ভেঙে তারকাদের অনুসরণ করে তারা। এদিকে, ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, এমন কিছু তারকার বিয়ের খবর জানিয়েছে যাঁরা বিয়ের দিন লাল রঙের প্রথা থেকে বেরিয়েছেন।

দিয়া মির্জা
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা বিয়ের দিন লাল শাড়ি পরেননি, পরেছিলেন ব্লু সাহারা। ওই পোশাক ডিজাইন করেছিলেন রিতু কুমার। শুধু তা-ই নয়, এই ডিভা বিয়ের কোনো অনুষ্ঠানেই লাল রঙের পোশাক পরেননি।

শর্মিলা ঠাকুর ও কারিনা কাপুর খান
পাতৌদির নবাব মনসুর আলি খান পাতৌদির সঙ্গে বিয়ের দিন শর্মিলা ঠাকুর পরেছিলেন সোনালি ঘাগড়া। আর তাঁর বিয়ের বহু বছর পর পুত্রবধূ কারিনা কাপুর বিয়ের দিন একই পোশাক পরেছিলেন।

ঐশ্বরিয়া রাই
অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের দিন ঐশ্বরিয়া রাই পরেছিলেন সুন্দর সোনালি কাঞ্জিভরম শাড়ি ও ঐতিহ্যিক অলংকার, যা ঐশ্বরিয়ার লুককে করেছিল অপ্সরার মতো। ওই গর্জিয়াস বিয়ের শাড়ি তৈরি করেছিলেন ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা। স্বর্ণের পাড় আর দামি পাথরখচিত ছিল সেই শাড়ি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রমতে, তিনি কখনো লাল রংকে পছন্দের প্রথম দিকে রাখেননি। সব সময় অন্য রঙের পোশাকে স্বচ্ছন্দ ছিলেন। ঐশ্বরিয়ার বিয়ের শাড়িতেও তাই লালের বালাই ছিল না।

সোহা আলি খান
দীর্ঘদিনের প্রেমিক কুনাল খেমুকে বিয়ে করেন সোহা আলি খান। তিনি সিদ্ধান্ত নেন, বিয়ের দিন ঐতিহ্যবাহী লাল রঙের পোশাক পরবেন না। মা শর্মিলা ঠাকুরের মতো তিনিও সোনালি রঙের পোশাক পরেছিলেন। তিনি পরেন অফ-হোয়াইট লেহেঙ্গা ও কমলা রঙের ওড়না।

কারিশমা কাপুর
বিয়ের দিন লাল রংকে পুরোপুরি বাদ দিয়েছিলেন কারিশমা কাপুর। এর বদলে তিনি গোলাপি বেছে নেন। পরেন এমব্রয়ডারি করা লেহেঙ্গা চোলি। ম্যাচ করে পরেন অলংকার, ঐতিহ্যিক চূড়া ও কালিরে। কোনো জড়তা ছাড়াই তিনি এ পোশাক পরেন এবং তাঁকে বেশ দারুণ লাগছিল।

আনুশকা শর্মা
২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ঐতিহ্য ভেঙে আনুশকা পরেন গোলাপি লেহেঙ্গা। ছিল এমব্রয়ডারির কাজ, সঙ্গে সোনা, রুপা ও হীরার কারুকাজ। অলংকার সরবরাহ করেছিল সব্যসাচী হেরিটেজ জুয়েলারি কালেকশন।

অমৃতা পুরি
অভিনেত্রী অমৃতা পুরি দীর্ঘদিনের প্রেমিক ইমরুন শেঠিকে বিয়ে করেন। ২০১৭ সালের ১১ নভেম্বর ব্যাংককে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের দিন তিনি পরেন অফ-হোয়াইট ও গোল্ড লেহেঙ্গা। আর ছিল অলংকারের বাহার। অমৃতার বিয়ের লুক নজর কেড়েছিল বি-টাউনবাসীর।

ভারতী সিং
হাসির রানি ভারতী সিং দীর্ঘদিনের প্রেমিক চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ২০১৭ সালের ১২ ডিসেম্বর। ভারতের অন্যতম শীর্ষ জনপ্রিয় নারী কমেডিয়ান বিয়ের দিন পরেছিলেন নীল ও গোলাপি লেহেঙ্গা, সঙ্গে স্বরোভস্কি কারুকাজ করা ওড়না। অলংকার থেকে মেকআপ, হেয়ারস্টাইল; সব কিছুই নজর কেড়েছিল।

 


আরো খবর