জাতীয় ২৭ জানুয়ারি, ২০২১ ১২:১৫

টিকা নিয়েই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন রুনু

ডেস্ক রিপোর্ট

দেশে বহুল প্রত্যাশিত করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার বিকেল ৪টা মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভাচুয়ালি এতে যুক্ত হন

1

টিকা নেওয়ার আগমুহূর্তে রুনুর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভয় পাচ্ছো না তো!’ জবাবে রুনু বলেন, ‘না

টিকা নেওয়ার পরপরই নার্স রুনু বলে ওঠেন, ‘জয় বাংলা

প্রধানমন্ত্রী প্রথম টিকা দেওয়ার দৃশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করেন। তিনি বলেন, শিগগিরই সারাদেশে টিকা দেওয়া শুরু হবে, যাতে দেশের মানুষ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পায়

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয় এরপর আরও কিছু নির্বাচিত মানুষকে টিকা দেওয়ার কথা। টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর প্রথম পর্যায়ে নির্বাচিত ১০০ জনকে পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ফেব্রুয়ারি