বিনোদন ২৭ জানুয়ারি, ২০২১ ০১:১০

মমতাজের প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

২০১৯ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য । গানটির সংগীতে পরিচালক ছিলেন মুসফিক লিটু।

জানা যায়, এই একই সংগীত পরিচালকের নতুন আরও দুইটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হাসান মতিউর রহমানের কথায় গান দুইটির সুর করেছেন নাজির মাহমুদ। মঙ্গলবার রাজধানীর মৌচাকের লং প্লে স্টুডিওতে ‘যেদিন লাশ হবে’ ও ‘আমি কি তোর পর’ শিরোনামের গান দুইটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  

গান দুটি নিয়ে গীতিকার হাসান মতিউর রহমান বলেন, একটি গান রোমান্টিক ও অন্যটি বিরহের। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। ভিডিওতে গায়িকা হয়েই দর্শকদের সামনে আসবেন মমতাজ।

সাউন্ডটেক ও ধ্রুব মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে বলেও জানা যায়। এদিকে, যোগ্য করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর পক্ষ থেকে ২০১৯-২০২০ কর বছরে ট্যাক্স কার্ড পেতে যাচ্ছেন মমতাজ। তার সঙ্গে সংগীতাঙ্গন থেকে আরও ট্যাক্স কার্ড পাচ্ছেন-সংগীতশিল্পী তাহসান খান, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ।