বিনোদন ২৮ জানুয়ারি, ২০২১ ০৭:০৩

জহির রায়হানের স্মরণে ভার্চুয়াল আয়োজন

বিনোদন ডেস্ক

কিংবদন্তি নির্মাতা-লেখক-সাংবাদিক-মুক্তিযোদ্ধা জহির রায়হান স্মরণে হচ্ছে বক্তৃতা! যে বক্তৃতা সাধারণত সোভা পায় খোলা ময়দানে রাজনৈতিক মঞ্চে। ফলে জহির রায়হানকে ঘিরে আয়োজিত এই বক্তৃতা নতুন মাত্রা যোগ করবে, তাতে কোনও সন্দেহ নেই।

১৯৭২ সালের ৩০ জানুয়ারি রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হন জহির রায়হান। তাই দিনটিকে তার মৃত্যুদিন না বলে অন্তর্ধান দিবস বলা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে চলচ্চিত্র সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

এবার ৪৯তম অন্তর্ধান দিবস পালন হবে বক্তৃতার মাধ্যমে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি জানান, আয়োজনটি শনিবার রাত ৮টা ৩০ মিনিট থেকে অনলাইনে সরাসরি অনুষ্ঠিত হবে। যা সোসাইটির ফেসবুক পেজ থেকে যে কেউ সরাসরি দেখতে পারবেন।

সাংগঠনিক সম্পাদক রনি আরও জানান, জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার এই আয়োজনে ‘জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক নির্মাতা অদ্রি হৃদয়েশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

উল্লেখ্য, বাংলাদেশের গুণী ও সৃজনশীল চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের অবস্থান নিঃসন্দেহে সকল বিতর্কের ঊর্ধ্বে। চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান চলচ্চিত্রে ১৯৬০ থেকে ১৯৭১ পর্যন্ত তার নিজস্বতার স্বাক্ষর উৎকীর্ণ করার জন্য মাত্র ১১ বছর সময় পেয়েছিলেন।

জহির রায়হান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি ক্যামেরা হাতে চলচ্চিত্রকারদের নেতৃত্ব দিয়েছেন। ‘স্টপ জেনোসাইড’, ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’-চলচ্চিত্রগুলো বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণকলার ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়েছে।

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর কলকাতা থেকে ঢাকায় ফেরেন জহির রায়হান। নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে যান। এরপর আর তিনি ফিরে আসেননি। কোনও খোঁজও পাওয়া যায়নি এখনও।