Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

ভারত-ইংল্যান্ড সিরিজে আম্পায়ার নিজে যে বিতর্ক

স্পোর্টস ডেস্ক

আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দায়িত্বে থাকছেন না কোনও নিরপেক্ষ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন ভারতীয় আম্পায়াররাই এমনকি, প্রথম দুই টেস্টে অভিষেক ঘটছে দুইজনের

ইতোমধ্যেই প্রথম দু'টি টেস্টের তিনজন আম্পায়ারের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই তারা হলেন- নিতীন মেনন, অনিল চৌধুরি এবং বীরেন্দ্র শর্মা এদের মধ্যে একমাত্র প্রথমজনেরই টেস্ট ম্যাচে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা আছে আইসিসি' এলিট প্যানেলে নাম থাকা নিতীন এখনও পর্যন্ত মাত্র তিনটে টেস্ট পরিচালন করেছেন

অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে মোটামুটি অভিজ্ঞতা আছে অনিল চৌধুরির ২০টি ওয়ানডে এবং ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলিয়েছেন তিনি বীরেন্দ্র শর্মার অভিজ্ঞতা খুবই কম মাত্র ২টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি

অনভিজ্ঞদের এই মহাগুরুত্বপূর্ণ সিরিজের দায়িত্ব দেওয়ার কারণ আর কিছুই নয়, কোভিড-১৯ নিরপেক্ষ আম্পায়ার আনতে হলে বিদেশ থেকে আনাতে হত, যা ঝুঁকির তবে ভারতীয় আম্পায়ারদের খুব একটা সুনাম নেই টেস্ট ম্যাচের চাপ কতটা সামলাতে পারেন তারা সেটাই এখন দেখার বিষয়

 


আরো খবর