বিনোদন ৩১ জানুয়ারি, ২০২১ ০৬:৩৩

জাভেদ আখতারের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বাসিত শুভ

বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার, কবি ও রাজনীতি বিশ্লেষক জাভেদ আখতারের সান্নিধ্য পেয়েছেনন ঢাকাই সিনেমার তারকা আরিফিন শুভ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেতা।

গতকাল শনিবার শুভ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, সত্যিকারের কিংবদন্তি, যাঁকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক অভূতপূর্ব সন্ধ্যা। একটি স্বপ্ন বাস্তব হয়েছিল, না কি আমি এখনো স্বপ্ন দেখছি? তিনিই সে ব্যক্তি, যিনি ‘শোলে’ থেকে ‘ডন’, ১৯৪২ সাল থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় বহু অমর গীতিকবিতা লিখেছেন... হৃদয়ের গভীরে খোদিত আপনার লেখা প্রতিটি শব্দ গভীর তাৎপর্য রেখেছে... আজকের ব্যক্তি আমির ওপর বড় প্রভাব ফেলেছে।

উচ্ছ্বসিত শুভ লেখায় আরো যুক্ত করেছেন, আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা ‍যাবে না। এই জাদুকরি সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।

আরিফিন শুভ বর্তমানে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং করছেন মুম্বাইয়ের। সিনেমাটিতে শুভকে দেখা যাবে কেন্দ্রীয় ‘বঙ্গবন্ধু’ চরিত্রে। ২৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

প্রসঙ্গত, জাভেদ আখতার পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তি।