বিনোদন ৩১ জানুয়ারি, ২০২১ ০৯:২৩

এক বছর পর মঞ্চে 'কঞ্জুস'

বিনোদন ডেস্ক

এক বছর পর পর্দা উঠছে দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক 'কঞ্জুস'য়ের। আগামী শুক্রবার আবার দর্শকদের সামনে নাটকটি নিয়ে হাজির হচ্ছে লোক নাট্যদল (বনানী)। 'কঞ্জুস' মঞ্চায়িত হবে বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে।

মলিয়েরে ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খানের রূপান্তরে নির্দেশনায় আছেন কামরুন নূর চৌধুরী।

'কঞ্জুস' সম্পর্কে নির্দেশক কামরুন নূর চৌধুরী গণমাধ্যমকে বলেন, হাস্যরসের মাধ্যমে মানুষের ও সমাজের অসঙ্গতি, কার্পণ্য, ভন্ডামী, লোভ, স্বার্থপরতা প্রভৃতির প্রতি সূক্ষ এবং তীক্ষ আঘাত মলিয়েরের নাটকের অন্যতম বিশেষত্ব। তিনি আরও বলেন, 'কঞ্জুস' বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সর্বাধিকবার মঞ্চায়িত নাটক। কুশীলবরা দীর্ঘদিন ধরে এই নাটকে অভিনয় করেছেন। দীর্ঘ সময়ের মঞ্চায়ন অভিজ্ঞতা থেকে ডিজাইন ও অভিনয় রীতি নিয়ে পরীক্ষা-নিরিক্ষা একটি রুটিন কাজ, যা নাটককে আরও সমৃদ্ধ করে। সেই বিবেচনায় মঞ্চ পরিকল্পনা, পোশাক ও অভিনয় আঙ্গিকের পরিবর্তিত স্বাদ ও আমেজ দর্শকরা উপভোগ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

এদিকে, নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবুতাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ।